odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

শ্রীনগরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৬ April ২০২৩ ০৫:২৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৬ April ২০২৩ ০৫:২৬

এমএ কাইয়ুম মাইজভান্ডারী:

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিনব্যাপী প্রশিক্ষন শেষে বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণদের প্রশিক্ষন ও সদন প্রদানের মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ও পরিচালক(প্রশিক্ষক ও পরামর্শ)এনআইএলজি ঢাকা মোঃ সবুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক জেলা প্রশাসক কার্যালয় মোহাম্মদ এনামুল আহসান, উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।

আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, পিআইও কর্মকর্তা আশেকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সাজেদুর রহমান প্রমুখ।

উপজেলার ১৪ ইউনিয়নের ১৪জন ইউপি চেয়ারম্যান, ১৪ জন ইউপি সচিব, ১শত ২৬ জন ইউপি সদস্য, ৪২জন নারী ইউপি সদস্যদেরকে তিনব্যাপী প্রশিক্ষন প্রদান শেষে সদন দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: