odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

ভূমধ্যসাগরে নৌকায় ভাসমান বাংলাদেশিসহ ৪৪০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ April ২০২৩ ২১:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ April ২০২৩ ২১:৩৮

ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৪৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ঠিক কতজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, তা জানা যায়নি।

চার দিন ধরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি সাগরে নিয়ন্ত্রণহীন ঘুরছিল। প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় বুধবার তাঁদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ডক্টরস উইদআইট বর্ডার্স (এমএসএফ) নামের সংগঠন উদ্ধার করে। সূত্র: দ্য প্রিন্ট অনলাইন 

উদ্ধার হওয়াদের মধ্যে আট নারী ও ৩০টি শিশু রয়েছে। বাংলাদেশি ছাড়াও নৌকাটিতে সিরিয়া, পাকিস্তান, মিসর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাঁরা লিবিয়া থেকে ইউরোপের ইতালির উদ্দেশে রওনা করেন। 

 এমএসএফ জানায়, তাদের জিও ব্যারেন্ট জাহাজ বৈরী আবহাওয়ার মধ্যে রাতভর অভিযান চালিয়ে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে।



আপনার মূল্যবান মতামত দিন: