odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

তানোরের বাধাইড় ইউপি আ"লীগের বর্ধিত সভা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৭ April ২০২৩ ০৬:১৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৭ April ২০২৩ ০৬:১৯

তানোর প্রতিনিধি:

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার জয়ের লক্ষে তানোরের বিভিন্ন ইউপি গুলোতে কর্মী সভা ও বর্ধিত সভা চলমান রয়েছে। বৃহস্পতিবার( ৬ এপ্রিল) বাধাইড় ইউপি আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।জানা গেছে, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি দয়াল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, এসময় সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লূৎফর হায়দার রশীদ ময়না,উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাশার সুজন,মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন,কাউন্সিলর মোহাম্মদ আলী মুন্টু,কাউন্সিলর নাহিদ হাসানসহ বাধাইড় ইউপি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: