odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

যুক্তরাষ্ট্রের লুইসভিলে গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৯:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৯:৩৫

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ডাউনটাউন লুইসভিলে আবারও গুলিতে  দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। 

শনিবার রাত ৯টার দিকে লুইসভিলের চিকসাও পার্কে জড়ো হওয়া মানুষের মাঝে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে।

চিকসাও পার্কে এলএমপিডির সহকারী প্রধান লেফটেন্যান্ট পল হামফ্রে বলেন, গুলি চালানোর সময় 'শতশত' লোক ওই পার্কে ছিল।

পুলিশ জানায়, এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই গুলির ঘটনায় কতজন যুক্ত ছিল বা সন্দেহভাজনদের বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ।

এই  ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শহরটির কাউন্সিলর ডোনা পুরভিস।

 


আপনার মূল্যবান মতামত দিন: