ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তিন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ২১:৫২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ২১:৫২

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

গত ১৪ দিন ধরে দেশে টানা তাপপ্রবাহ চলছে। এরইমধ‌্যে তাপপ্রবাহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। গরমের কারণে হাসফাঁস করছে দেশের মানুষ।

এর মধ্যেই বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর। তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে সীমিত পরিসরে ঝড়-বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।



আপনার মূল্যবান মতামত দিন: