odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

তীব্র গরমে ফের বেঁকে গেছে রেললাইন,বন্ধ রেল চলাচল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ April ২০২৩ ২০:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ April ২০২৩ ২০:৫৩

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার ১১ ঘণ্টা পর ফের একই স্থানে তীব্র গরমে ফের বেঁকে গেছে রেললাইন। শনিবার পৌনে ১০টায় উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলির দাড়িয়াপুর অতিক্রম করে। 

এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে লাইনটি বেঁকে যায়। এতে চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, সকালে প্রচণ্ড গরমের কারণে আপ লাইনে মেরামত করা রেললাইনটি পুনরায় বেঁকে গেছে। এতে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু ডাউন লাইনের অবস্থাও ভালো নয়। গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ঊর্ধ্বতন মহলের নির্দেশে ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি।

বেঁকে যাওয়া লাইনটি সচল করার বিষয়ে তিনি বলেন, রেললাইন ঠান্ডা না হওয়া পর্যন্ত মেরামত কাজ করা যাবে না।



আপনার মূল্যবান মতামত দিন: