odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
সিরাজদিখানে

ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ:১ জনের লাশ উদ্ধার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১ May ২০২৩ ০৫:০৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১ May ২০২৩ ০৫:০৮

এইচ. আই লিংকন:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে আমির হামজা (৮) ও মো. রিমন (৯) নামে দুই শিশু নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ১ শিশুর লাশ উদ্ধার করে ।

আজ রবিবার(৩০এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর লেকু মার্কেট এলাকায় কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। 

জানাযায়, আজ বিকেল ৫টার দিকে সিরাজদিখান উপজেলার চাঁন্দেরচর  লেকু মার্কেট এলাকা সংলগ্ন  ধলেশ্বরী নদীতে করতে গিয়ে চান্দেরচর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আমির হামজা (৮) ও মো. বাবুলের ছেলে মো. রিমন (৯) পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও  স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও ডুবুরী দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৮টার দিকে আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করে।  অপর শিশু রিমনকে এখনো উদ্ধার করা যায়নি।

সিরাজখান ফায়ার সার্ভিস এর (ভারপ্রাপ্ত) স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ঢাকা থেকে আমাদের ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু করি। অভিযান চালিয়ে রাত ৮টার দিকে একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে অপর শিশুকে খুঁজে না পেয়ে অভিযান  বন্ধ করা হয়। আগামীকাল সকাল থেকে পুনরায় অবশেষে কি উদ্ধার জন্য অভিযান চালানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: