odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ৫ বছরে কমতে পারে দেড়কোটি কর্মসংস্থান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ May ২০২৩ ২২:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ May ২০২৩ ২২:৫৪

বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে কর্মসংস্থানের বাজার সংকুচিত হচ্ছে।  কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে ৫ বছরে দেড়কোটি কর্মসংস্থান হারাবে

 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিবেদনে জানা গেছে, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী চাকরির বাজার ব্যাপকহারে হ্রাস পাবে। 

৮০০ এর বেশি কোম্পানির ওপর জরিপ চালিয়ে রোববার প্রতিবেদনটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) মাত্রাতিরিক্ত ব্যবহারে কর্মসংস্থানে প্রভাব ফেলতে চলছে। মানুষের জায়গা নিয়ে নেবে রোবট। 

সুইজার‍ল্যান্ডের দাভোসে বিশ্বনেতারা বৈঠকে আলোচনা করেছেন, ২০২৭ সালের মধ্যে ৬ কোটি ৯০ লাখ কর্মসংস্থান সৃষ্টির বিপরীতে ৬ কোটি ৯৯ লাখ চাকরি বিলুপ্ত করতে পারেন নিয়োগকর্তরা। ফলে এক কেটি ৪০ লাখ চাকরির বাজার হারাবে। যা বর্তমান কর্মসংস্থানের ২ শতাংশের সমান।

 


আপনার মূল্যবান মতামত দিন: