odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বিজিবির অভিযানে শার্শায় ১২টি স্বর্ণের বার উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ May ২০২৩ ১৮:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ May ২০২৩ ১৮:৪৮

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার বিকালে যশোরের শার্শা সীমান্তের গোগার ইছামতি নদীর পাড় থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন খবরে, বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল ইছামতি নদীর পাড়ে গোপন অবস্থান নেয়।

কিছু সময় পর টহল দল ১ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। ওই ব্যক্তি না থেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে তার সাথে থাকা কালো রং এর একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।  

পরে, বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশি করে কস্টেপ দিয়ে পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করে



আপনার মূল্যবান মতামত দিন: