odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th December 2025, ৯th December ২০২৫

ঘূর্ণিঝড় মোখায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ May ২০২৩ ১৮:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ May ২০২৩ ১৮:২৯

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর এবং ঘণীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা রয়েছে। 

বৃহস্পতিবার (১১ মে) রাত ৯টায় আবহাওয়া অধিদফতরের দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড় মোখা সন্ধ্যা ৬টায় বাংলাদেশের উপকূল থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: