odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

লৌহজংয়ে দুই দোকানদারকে ২০ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ May ২০২৩ ০৪:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ May ২০২৩ ০৪:২৭

নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত এবং বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠান মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর কর্মকর্তা এনায়েত কবীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকালে লৌহজং উপজেলার নাগেরহাট এলাকায় অভিযান চালায় র‌্যাব। 

এনায়েত কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। উপজেলার পশ্চিম নাগেরহাট এলাকার এসটিসি ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ এবং পূর্ব নাগেরহাট এলাকার তাহসিফ ক্যাবলসকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: