odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল 

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৩ May ২০২৩ ০৪:২২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৩ May ২০২৩ ০৪:২২

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে হত্যার হুমকির প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিরাজদিখান উপজেলা মোড় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম সোহরাব হোসেন, ইকবাল হোসেন সুরুজ, সাংগঠনিক সম্পাদক এস এম মহসিন ভূঁইয়া, কাউসার ভূইয়া রোবাইদুল, কোষাধ্যক্ষ শেখ করিম,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু প্রমুখ।

পরে সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান বাজারে গিয়ে শেষ হয়। 

এ সময় বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁন প্রকাশ্যে জনসভায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমালোচনা করেন। বিএনপির ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী করেন।



আপনার মূল্যবান মতামত দিন: