ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজধানী ঢাকাতে কালবৈশাখী ঝড়

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৩ ০৫:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৩ ০৫:৩১

রাজধানী ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সন্ধ্যায় শুরু হওয়া কালবৈশাখীর গতিবেগ প্রতি ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার এক পূর্বাভাসে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কমে আসবে তামপাত্রা।



আপনার মূল্যবান মতামত দিন: