odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ২৬ May ২০২৩ ০০:৪৪

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ May ২০২৩ ০০:৪৪

নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলায় একটি লরির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে চালক নিহত হয়েছেন। ওই চালকের নাম ইয়াছিন মিয়া (১৯)। 

গতকাল বুধবার সকালে নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন মিয়া উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে বালু আনার উদ্দেশে বাড়ি থেকে লরি নিয়ে বের হন ইয়াছিন মিয়া। সকাল ছয়টার দিকে হরিপুর এলাকায় পৌঁছালে তিনি লরির নিয়ন্ত্রণ হারান। এতে লরিটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মিয়া মারা যান। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁর লাশ উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: