ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ মে ২০২৩ ০৪:৫২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৩ ০৪:৫২

দেশের অধিকাংশ জায়গাতেই আজ শনিবার ঝড়বৃষ্টি হয়েছে। দুপুর ১২টার দিকে রাজধানীতে ৫৬ কিলোমিটার গতির কালবৈশাখীও রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশে বজ্রপাতে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল (রবিবার) থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।ফলে তাপমাত্রা বাড়বে। চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে আরেকটি তাপপ্রবাহের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘রবিবার (২৮ মে) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কিছুদিন তাপমাত্রা বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: