odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

মোহনগঞ্জে ক্রীড়া সংস্থার নির্বাচনে দুই পদে ছয় প্রার্থী

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ৩০ May ২০২৩ ১৭:০৪

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ৩০ May ২০২৩ ১৭:০৪

আগামি ৬ জুন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা। ২৯ মে ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।

১৭টি পদের বিপরীতে ২০ টি মনোনয়ন জমা পড়েছে। এতে সহ সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়ন জমা দিয়েছেন।

সহ সভাপতি পদে, মমতাজ্জাহান,কামরুল হাসান ইমতিয়াজ, আবুল কাসেম, সাধারণ সম্পাদক পদে, মো.নূরুল আমিন,সৈয়দ আজহারুল হোসাইন ফয়সল, এমদাদুল ইসলাম খোকন।

মোহনগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক জানান, দুই পদে ৬জন প্রার্থী ও বাকী ১৪ পদে ১জন করে মনোনয়ন জমা দিয়েছেন। একটি সদস্য পদে কেউ মনোনয়ন জমা দেননি। যাচাই শেষে ৩১ মে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

৪ জুন মোহনগঞ্জ মাল্টিপারপাস হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ঐ দিনই নির্বাচনের ফল প্রকাশ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: