odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ফরিদপুরে মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ May ২০২৩ ২৩:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ May ২০২৩ ২৩:০৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

আজ বুধবার সকালে সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯), ফরিদপুর সদর উপজেলার কবীরপুর এলাকার অন্তর (২৮) ও কৈজুরী এলাকার জুলহাস (২৭)। 

আহতরা হলেন ফরিদপুরের কোতয়ালী থানার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), একই থানার শোলাকুন্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: