odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

মোহনগঞ্জ উপজেলায় ১৭ মসজিদে খাটিয়া বিতরণ

মোহনগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১ June ২০২৩ ০৫:৫৯

মোহনগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১ June ২০২৩ ০৫:৫৯

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রামে ১৭ টি জামে মসজিদে ১টি করে ১৭ টি খাটিয়া বিতরণ করা হয়েছে। এডিবির অর্থায়নে এসব খাটিয়া বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল।

বুধবার উপজেলার পরিষদ প্রাঙ্গনে এসব খাটিয়া প্রতিটি মসজিদ কমিটির সভাপতি সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।

মসজিদ গুলো হল,জালালপুর জামে মসজিদ, চানপুর, বড়তলী উত্তর পাড়া,রতিয়ার কোনা,দূর্গাপুর,সুয়ািড় পুর্ব পড়া, ছোট পাইকুড়া শিবির, বিরামপুর, ধোনিয়া জামে মসজিদ সহ মোট ১৭টি জামে মসজিদে এসএসপাইপ দিয়ে তৈরি এসব খাটিয়া বিতরণ হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: