odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবলার জালাটান ইব্রাহিমোভিচ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ June ২০২৩ ২১:৪০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ June ২০২৩ ২১:৪০

অনেকটা আকস্মিক ভাবেই সিরি-এ লিগের মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন আক্রমণভাগে অনেক ফুটবলারের আদর্শ হিসেবে পরিচিত জালাটান ইব্রাহিমোভিচ। 

রোববার এসি মিলানের এই তারকা ফরোয়ার্ড ফুটবলীয় ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দেন, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল।

ভেরোনাকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে মিলান কাল সিরি-এ মৌসুম শেষ করেছে। সান সিরোর এই ম্যাচের পর ইব্রাহিমোভিচ বলেছেন, ‘এই মুহূর্তটা ফুটবলকে বিদায় জানানোর সময়। এই মুহূর্তে অনেক কিছুই আমার মনে পড়ছে। মিলানকে বিদায় জানাচ্ছি, সেই সাথে ফুটবলকেও।’

সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের বিদায় জানানোর ক্ষণটি ছিল একেবারেই সাদামাটা। ৪১ বছর বয়সী প্রিয় তারকাকে মিলানের সমর্থকরা আবেগ দিয়েই বিদায় জানিয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: