odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

কক্সবাজারের টেকনাফে অপহরণ আতঙ্ক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ June ২০২৩ ১৫:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ June ২০২৩ ১৫:৪২

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গিয়েছে।

গত রবিবার বিকেলে ৮ বছর বয়সী শিশুটিকে অপহরণের পর এরই মধ্যে পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী চক্র। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অপহরণকারীদের মূল আস্তানা পাহাড়ে। রোহিঙ্গা সন্ত্রাসীরা পাহাড়ে তাদের আস্তানা থেকে পরিচালনা করছে এ সব অপহরণ কর্মকাণ্ড। এ ক্ষেত্রে তারা নিজেদের টার্গেট করা ব্যক্তি বা অন্য যে কাউকে সুযোগ পেলে অস্ত্র ধরে পাহাড়ের গহিনে নিয়ে যায়। পরে সেখান থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে যোগাযোগ করে মুক্তিপণের টাকা দাবি করা হয়। টাকা দিলে ছেড়ে দেয়, না দিলে অপহৃত ব্যক্তিকে চরম নির্যাতনের শিকার হতে হয়, মুক্তিপণ দিতে না পেরে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এই শিশু ছাড়াও গত ৮ মাসে টেকনাফে ৭০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরাসন্ত্রাসীদের এমন বেপরোয়া কর্মকাণ্ডে টেকনাফের সর্বত্র এখন অপহরণ আতঙ্ক বিরাজ করছে।  

এ ক্ষেত্রে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বেশির ভাগ অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো ধরনের অভিযোগ করা হয় না। যেসব ঘটনায় অভিযোগ করা হয়, আমরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে থাকি। 

 



আপনার মূল্যবান মতামত দিন: