odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

মদনে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মদন প্রতিনিধি(নেত্রকোনা) | প্রকাশিত: ১১ June ২০২৩ ১৯:৫১

মদন প্রতিনিধি(নেত্রকোনা)
প্রকাশিত: ১১ June ২০২৩ ১৯:৫১

নেত্রকোনার মদন উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে গেলে বিতরণের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক কামাল উদ্দিন শিক্ষার্থীর অভিভাবককে অশ্লীল ভাষায় গালমন্দ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

এ নিয়ে ভুক্তভোগী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মুক্তামনির মা মর্জিনা আক্তার ১ জুন ওই অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি সমাধান হয়েছে।’ এর বেশি কিছু বলতে চাননি তিনি। ‘মিটিংয়ে আছি’ বলে এড়িয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকন বলেন, ‘বিষয়টি নিষ্পত্তি হয়েছে।’ অভিভাবককে গালমন্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওনার সাথে কথাকাটাকাটি হয়েছে, গালমন্দ নয়।’

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘শিক্ষা কর্মকর্তাকে বলব, বিষয়টি খতিয়ে দেখার জন্য।’



আপনার মূল্যবান মতামত দিন: