odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নেত্রকোনার বারহাট্টায় রাস্তা সংস্কারে অনিয়ম

বারহাট্টা প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ১৭ June ২০২৩ ০৪:০২

বারহাট্টা প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ১৭ June ২০২৩ ০৪:০২

নেত্রকোনার বারহাট্টায় রাস্তা সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহার, পুরাতন ইট ব্যবহার ও রাতের আঁধারে রাস্তার কাজ করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলার বাউসী ইউনিয়নের রামভদ্রপুর থেকে বরইতলা বাজার পর্যন্ত ১৩৮০ মিটার রাস্তা সংস্কারে এ অনিয়মের অভিযোগ উঠে। তবে অভিযোগের বিষয়ে নিরব রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

এলাকাবাসী জানায়, রাস্তাটি সংস্কারে ঠিকাদার তার মন মতো কাজ করছেন। পুরাতন ইট ও খোয়া এই রাস্তায় ব্যবহার করা হচ্ছে। এমনকি নিয়ম ভেঙে রাতের আঁধারে এই রাস্তায় কাজ করানো হয়। বাধা দিলে কারো কথা তারা শোনেন না। 

বারহাট্টা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার রামভদ্রপুর থেকে বরইতলা থেকে পর্যন্ত ১৩৮০ মিটার রাস্তাটি সংস্কারে বরাদ্দ ৬০ লাখ টাকা। এ কাজের ঠিকাদার রুবেল মিয়া।

ঠিকাদার রুবেল মিয়াকে এ বিষয়ে জানতে একাধিকবার দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে বারহাট্টা এলজিইডির প্রকৌশলী অমিত চন্দ্র দে বলেন, পুরাতন ইট ও খোয়া ব্যবহার করতে দোষ নেই। ইস্টিমিটের সময় এগুলোর দাম এডজাস্ট করা হয়েছে। তবে নতুন যে নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে সেগুলো পরিবর্তনের জন্য চিঠি ইস্যু করা হয়েছে। পরিবর্তন না করলে ব্যবস্থা নেওয়া হবে।  



আপনার মূল্যবান মতামত দিন: