odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ June ২০২৩ ২০:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ June ২০২৩ ২০:১৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার (১৭ জুন) সকালের দিকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। 

দেবীগঞ্জের ওসি জামাল হোসেন বলেন, ‘বাবু চেয়ারম্যানকে র‌্যাব আটক করে নিয়ে গেছে বলে আমরা জেনেছি। কিন্তু আমাদের কিছু জানায়নি।

এর আগে গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছলে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: