odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বগুড়া নন্দীগ্রাম পৌরবাসীদের মাঝে টিসিবি পন্য বিতরন।

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২১ June ২০২৩ ০৪:১৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২১ June ২০২৩ ০৪:১৯

খায়রুল ইসলাম বগুড়া প্রতিনিধি:

বগুড়া নন্দীগ্রাম পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) ২য় দিনের মতো সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত নন্দীগ্রাম পৌরসভার পৌরভবনে ৩ টি ডিলারের মাধ্যমে, পৌরসভার ৯ টি ওয়ার্ডে দুই দিনে-৩২৫৫ কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরন করা হয়।

প্রত্যেক কার্ডধারীদের মাঝে -৩৪০ টাকায় মূল্যে-সয়াবিন তৈল-২ লিটার,মসুর ডাল-২ কেজি করে বিতরন করা হয়।

পন্যবিতরন কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

তিনি এক বার্তায় সাংবাদিকদের বলেন--বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভুর্তুগি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব এবং মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।’

এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ, প্যনেল মেয়র মেয়র সাইফুল ইসলাম, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যনেল মেয়র শাহিরুল ইসলাম,কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন,আক্তারুজ্জামান উজ্জ্বল, আবু সাঈদ মিলন, জুলফিকার আলী, রফিকুল ইসলাম অপু,খোরশেদ আলম, আকরাম হোসেন, নুরনাহার মিষ্টি, ববিতা বেগম,সেলিনা বেগম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: