ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ জুন ২০২৩ ২৩:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৩ ২৩:১৯

আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া চার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৯টায় ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।.এ ছাড়া দেশের ১৯টি জেলায় নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: