odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কায় মাইক্রোবাসে আগুন,নিহত ৭

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ June ২০২৩ ২০:১৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ June ২০২৩ ২০:১৬

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে আগুন ধরে ঘটনাস্থলেই সাত যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালককে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল বলে জানান হাইওয়ের ফরিদপুর অঞ্চলের এসপি মাহবুব আলম । নিহতদের তিন জন নারী, দুই জন শিশু এবং দুই জন পুরুষ।

স্থানীয়দের বরাত দিয়ে এসপি মাহবুব বলেন, ‘একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসের থাকা সাত যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’



আপনার মূল্যবান মতামত দিন: