
কিছুদিন ধরেই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেশি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু তুলনামূলকভাবে দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয়। এ জন্য এসব অঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকতে পারে আরো কিছুদিন।
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল সোমবার বলেন, ‘লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে মূলত দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। আজও দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। তবে সেখানে ২৯ জুন থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।এ সময় ঢাকাসহ মধ্যাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে
আপনার মূল্যবান মতামত দিন: