odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

শততম টেস্ট খেলতে নামছেন স্মিথ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৬ July ২০২৩ ১৫:৪২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৬ July ২০২৩ ১৫:৪২

ক্যারিয়ারটা রোমাঞ্চকর। আছে স্পিনের মতো বাঁকবদলও। ২০১০ সালে জাতীয় দলে স্টিভেন স্মিথের অভিষেক লেগ স্পিনার হিসেবে। সেই স্মিথ এখন ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটার! ৯৯ টেস্টে রান ৯১১৩।

১০০ টেস্ট খেলার আগে ৯ হাজার রানের মাইলফলকে পা রাখা একমাত্র ব্যাটার স্মিথই। টেস্ট সেঞ্চুরি ৩২টি, যা কিংবদন্তি স্টিভ ওয়াহর সমান। অস্ট্রেলিয়ানদের মধ্যে ৪১ সেঞ্চুরি নিয়ে সামনে কেবল রিকি পন্টিং। টেস্ট অভিষেকের পর লিডসে ৮ নম্বরে নেমে প্রথম ফিফটি করেছিলেন স্মিথ। 

সেই লিডসে আজ শততম টেস্ট খেলতে নামছেন তিনি। ইংল্যান্ডে গত ২২ বছর জয় দিয়ে অ্যাশেজ শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। ২-০-তে এগিয়ে থাকায় এবার আক্ষেপটা মিটিয়ে শততম টেস্ট রাঙাতে চান স্মিথ, ‘ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতার স্বপ্নটা অনেক দিনের। শততম টেস্টে সেটা হলে বিশেষ কিছুই হবে আমার ক্যারিয়ারে।



আপনার মূল্যবান মতামত দিন: