odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিলেন অধিনায়ক তামিম ইকবাল

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৬ July ২০২৩ ১৭:৫০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৬ July ২০২৩ ১৭:৫০

হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। জানা গেছে, এটি দলীয় কোনো সংবাদ সম্মেলন নয়, বরং হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার টাইগারদের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারো আসারই কথা নয়। অথচ আজই কৌতূহল জাগানিয়া সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম।

এ নিয়ে তামিম সাংবাদিকদের জানান, আজ (৬ জুলাই) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার মতো বড় ঘোষণা দিতে পারেন তামিম। তবে এই ঘোষণাও যদি না দেন তামিম, তা হলে সংবাদ সম্মেলনে কী নিয়ে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে রয়েছে কৌতূহল। 



আপনার মূল্যবান মতামত দিন: