odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

ই-অকশন সিস্টেম ব্যবহারে ডিপিডিসি ও এপিএসসিএলের সমঝোতা সই

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২১ August ২০২৩ ০০:১৪

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২১ August ২০২৩ ০০:১৪

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা পাওয়ার ডিস্ট্রবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) উদ্ভাবিত ই-অকশন সফটওয়্যার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) ব্যবহারের জন্য কোম্পানি দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার (২০ আগস্ট) ডিপিডিসি’র সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক সই হয়।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়ির সচিব মো. হাবিবুর রহমান, বিপিএএ এবং বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান।

ই-অকশন সিস্টেম একটি অনলাইন ভিত্তিক নিলাম প্রক্রিয়া। এখানে নিলামে আগ্রহী দরদাতাগণ ওয়েবসাইটের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারেন। প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হওয়াতে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপের সুযোগ নেই। এর প্রতিটি ধাপে ইমেইল নোটিফিকেশনের মাধ্যমে দরদাতাগণকে আপডেট প্রদান করা হয়। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। ডিপিডিসি ২০১৬ সালে ই-অকশন সিস্টেম উদ্ভাবন করে এবং উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করে।

প্রধান অতিথি সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান তার বক্তব্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রশংসা করেন এবং বিদ্যুৎ বিভাগের সংস্থাসমূহের মাঝে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ডিপিডিসির নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলী, জেনারেল ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: