odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

সংসদের ২৪তম অধিবেশন শুরু

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৪ September ২০২৩ ০০:৩৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৪ September ২০২৩ ০০:৩৯

অধিকারপত্র ডেক্স:

শুরু হলো জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হয়। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।

সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলির সদস্য মনোয়ন দেন। সভাপতিমণ্ডলির মনোনীত সদস্যরা হলেন— দীপঙ্কর তালুকদার, ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ ও আদিবা আনজুম মিতা। স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতে সভাপতিমণ্ডলির সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।

সভাপতিমণ্ডলি মনোনয়নের পর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে শোকপ্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: