odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

প্রতিটি বাজার মনিটরের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ September ২০২৩ ১৮:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ September ২০২৩ ১৮:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজারে কোনো জিনিসের অভাব নেই। মাঝে মাঝে কৃত্রিম উপায়ে কিছু মূল্য বাড়ানো হয়, ইচ্ছা করে বাড়ানো হয়। অনেক সময় গোডাউনে রেখে দিয়ে মূল্য বাড়ানো হয়। কিন্তু পদক্ষেপ নিলেই সেটা আবার কমে আসে।

প্রতিটি বাজার মনিটরের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য মজুদ আছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমি জানি এখন এমন একটা সময়—মুদ্রাস্ফীতি, যখন কিছু মানুষের অবশ্যই কিছু কষ্ট হচ্ছে, তবে জিনিসের কিন্তু অভাব নেই, এটাই আমি বলতে পারি। উৎপাদনে কিন্তু ঘাটতি নেই এবং উৎপাদনের যে জাগয়া দরকার, আমরা কিন্তু সব ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, ‘এরই মধ্যে বাণিজ্যমন্ত্রীকে বলেছি প্রত্যেকটা বাজার মনিটর করতে, দেখতে। 



আপনার মূল্যবান মতামত দিন: