odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৭:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৭:১৮

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহান নেতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

দোয়া করেন দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি, কল্যাণের জন্য। সেখান থেকে প্রধান বিচারপতি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: