লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ময়মনসিংহে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৭১ সালের পর ময়মনসিংহের জন্য এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। গতকালের তুলনায় সারা দেশে বৃষ্টি আজ কম থাকতে পারে। ঢাকাতেও আজ গতকালের তুলনায় বৃষ্টি কিছুটা কম থাকবে।'
দেশের উত্তরাঞ্চলেও বৃষ্টি আজ অনেকটাই কম থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আগামী দুই দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টি আরো কমে আসতে পারে। ফলে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: