ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাগরের লঘুচাপ রুপ নিতে পারে নিম্নচাপে, বাড়তে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৭:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৭:৫৭

বঙ্গোপসাগর এলাকায় শুক্রবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। দুই দিন পর এটি আরো ঘনীভূত হতে পারে। লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপে পরিণত হলে আগামী রবিবারের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ শুক্রবার বিকেলে বলেন, সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আরো দুই দিন পর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে বৃষ্টিপাত হতে পারে। এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল ৯টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভসে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। রবিবারের পর থেকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 



আপনার মূল্যবান মতামত দিন: