odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

নির্বাচন কমিশনের সঙ্গে ২৯ নভেম্বর বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ November ২০২৩ ১৪:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ November ২০২৩ ১৪:৪৭

নির্বাচন কমিশনের সঙ্গে আগামী ২৯ নভেম্বর বৈঠকে অংশ নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

কমিশন সূত্র জানায়, ইইউকে আগামী বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

এর আগে সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৈঠক করতে চেয়ে ই-মেইল করেছিলেন গত ২২ নভেম্বর। ই-মেইলে বৈঠকের জন্য আগামী ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন তিনি।

ইসি সূত্র জানায়, বেশির ভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন। এ জন্য ইইউকে ২৭ নভেম্বর সময় দেওয়া যায়নি। তাই আগামী ২৯ নভেম্বর তাদের সময় দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: