odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

বিজিবির মাসব্যাপী অভিযানে প্রায় ১৮৪ কোটি টাকার পণ্য জব্দ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ December ২০২৩ ১৩:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ December ২০২৩ ১৩:৫০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নভেম্বর ২০২৩ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৮৩ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।  

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ, ৮ কেজি ২৮০ গ্রাম রূপা, এক লাখ ৪১ হাজার ৯১৪টি কসমেটিক্স সামগ্রী, ২,৫৫৮টি ইমিটেশন গহনা, ১৬ হাজার ৬৩৫টি শাড়ি, ২০ হাজার ৪৫৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, তৈরি পোশাক, তিন হাজার ৪১৩ ঘনফুট কাঠ, দুই হাজার ৯৪৩ কেজি চা পাতা, দুই লাখ নয় হাজার ৯৯৭ কেজি কয়লা, ২০০ ঘনফুট পাথর, নয়টি কষ্টি পাথরের মূর্তি, সাতটি ট্রাক, ছয়টি পিকআপ, একটি কাভার্ড ভ্যান, ৩০টি সিএনজি ও ইজিবাইক এবং ৬০টি মোটরসাইকেল।  পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, দুটি বিভিন্ন প্রকার গান, চারটি ম্যাগাজিন, নয়টি ককটেল এবং ১৩৬ রাউন্ড গুলি।

সোমবার (৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানান।



আপনার মূল্যবান মতামত দিন: