
দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বুধবারের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১। থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে
এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: