odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

ব্যাংক হলিডে উপলক্ষে সবধরনের লেনদেন বন্ধ আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ December ২০২৩ ১৪:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ December ২০২৩ ১৪:০২

ব্যাংক হলিডে হওয়ায় আজ রবিবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ। এর কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন ব্যাংকগুলো বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। সে জন্য ৩১ ডিসেম্বরকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এ কারণে এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। নীতি অনুযায়ী, ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে না। তবে ব্যাংক হলিডেতে গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন: