ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রচন্ড শীতেও দেশের ছয় বিভাগে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৪ ২২:০৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৪ ২২:০৭

তীব্র শীতের মধ্যেই দেশের ছয়টি বিভাগে বৃষ্টিপাতের আভাস দেখছে আবহাওয়া অফিস। আর দুই বিভাগে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ বুধবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে  পারে।



আপনার মূল্যবান মতামত দিন: