odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ January ২০২৪ ২০:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ January ২০২৪ ২০:৩৬

রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য বিশ্বব্যাংক ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

ড. হাছান বলেন, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বৈশ্বিক আর্থিক সংস্থাটি। বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭০০ মিলিয়নের মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য অনুদান দেবে বিশ্বব্যাংক। আর ৩৮৫ মিলিয়ন ডলার আশ্রয়দাতা সম্প্রদায়কে সহনীয় পর্যায়ের ঋণ (সফট লোন) দেবে তারা। বিশ্বব্যাংক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: