odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

শ্রম আইন লঙ্ঘন মামলার রায় বাতিল চেয়ে রোববার আপিল করবেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ January ২০২৪ ১৩:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ January ২০২৪ ১৩:১৬

শ্রম আইন লঙ্ঘন মামলার রায় বাতিল চেয়ে আপিল করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে স্বশরীরে হাজির হয়ে জামিনও চাইবেন তিনি। এ জন্য রোববার সকাল ১০টায় শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. ইউনূসের। তবে ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পান ইউনূসসহ ৪ জন। সেই সময়সীমার মেয়াদ শেষ হবে ৩১ জানুয়ারি।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন ড. ইউনূস। খালাস চেয়ে আপিল করবেন ২৮ জানুয়ারি। একই দিন শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়েও জামিন চাইবেন তিনি।তিনি বলেন, আমরা রোববার আপিল করব। এ সময় ড. ইউনূসসহ অন্যরা উপস্থিত থাকবেন।



আপনার মূল্যবান মতামত দিন: