odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

ডিএমপি জনগণের পুলিশে পরিণত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ February ২০২৪ ১৫:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ February ২০২৪ ১৫:৩৭

ঢাকা মহানগর পুলিশ জনগণের পুলিশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ২০ বছর আগে পুলিশকে মানুষ ভয় পেলেও এখন সেই পুলিশই মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। জনগণের বন্ধু হিসেবে কাজ করে এই বাহিনীকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভা তিনি এ আহ্বান জানান।

এসময় ট্রাফিক সার্জেন্টরা রাস্তায় ভয়ানক অসুবিধায় থাকেন উল্লেখ করে তাদের একটু আরামের ব্যবস্থা করতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান মন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: