ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে : নসরুল হামিদ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৩

৮ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

সরকারি দলের সদস্য শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রচেষ্টায় আমরা রিং জোন গঠনের পরিকল্পনা করছি। 

গ্যাস সরবরাহের অগ্রাধিকার বিবেচনা করে নসরুল হামিদ বলেন, ‘সরকার অগ্রাধিকার ভিত্তিক গ্যাস সরবরাহের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। জ্বালানী বিভাগ শিল্পে অগ্রাধিকার ভিত্তিক গ্যাস সরবরাহের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে।’ সরকারি নীতিমালায় এখন শিল্প ও বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন: