odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম হজ যাত্রী প্রেরণকারী দেশ : ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ February ২০২৪ ২০:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ February ২০২৪ ২০:১১

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম হজ যাত্রী প্রেরণকারী দেশ।

তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য মশিউর রহমান মোল্লা সজলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বলেন, ২০২৪ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮জন বিগত বছর সমূহের ন্যায় ২০২৪ সালেও যাতে পূর্ণ কোটায় হজযাত্রী হজে যেতে পারে সেজন্য ২০২৩ সালের হজের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কমিয়ে ২০২৪ সালে হজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা মূল্যের সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যাতে সকল শ্রেণি পেশার মানুষ হজে গমন করতে পারে।

তিনি বলেন, অধিক সুযোগ সুবিধা আশা করেন এই রকম হজযাত্রীদের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: