odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

দাম বাড়লো বিদ্যুতের, প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ February ২০২৪ ২০:৪১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ February ২০২৪ ২০:৪১

এক বছরের মাথায় ফের গ্রাহকপর্যায়ে বাড়ানো হলো বিদ্যুতের দাম। চলতি ফেব্রুয়ারি মাস থেকেই নতুন দর কার্যকর হবে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের নির্বাহী আদেশে এ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দর অনুসারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে বেড়েছে ৭০ পয়সা। চলতি ফেব্রুয়ারি মাসের বিল থেকেই নতুন এ দাম কার্যকর করা হবে।

বাসা-বাড়িতে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বেড়েছে ইউনিট প্রতি ২৮ পয়সা। আর সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বেড়েছে এক টাকা ৩৫ পয়সা। সেচে ব্যবহৃত বিদ্যুতের দাম বেড়েছে ৪৩ পয়সা।  



আপনার মূল্যবান মতামত দিন: