odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th December 2025, ৯th December ২০২৫

আগামী পাঁচদিন বৃষ্টি বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর

odhikarpatra | প্রকাশিত: ৭ September ২০২৪ ১৫:১৪

odhikarpatra
প্রকাশিত: ৭ September ২০২৪ ১৫:১৪

ঢাকা ০৭ সেপ্টেম্বর ২০২৪:   আগামী পাঁচদিন বৃষ্টি বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার  দেওয়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে। একই সঙ্গে তাপমাত্রাও কমতে পারে।

এতে বলা হয়,‘চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।’

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ৯৬ মিলিমিটার।

পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘনীভূত হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: