odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

odhikarpatra | প্রকাশিত: ৮ December ২০২৪ ২১:৪২

odhikarpatra
প্রকাশিত: ৮ December ২০২৪ ২১:৪২

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের ভাষা, ইতিহাস এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আমরা অবশ্যই চাই যে দুই দেশের জনগণের কল্যাণে আমাদের সম্পর্ক আরও উন্নত হোক।’

শফিকুল আলম আরো বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে ‘ন্যায় ও মর্যাদার’ সম্পর্ক চায়।’ বাংলাদেশ ভারতের বড় প্রতিবেশী এবং উভয় দেশের মধ্যে বহু নদীর অভিন্ন প্রবাহ রয়েছে বলে তিনি উৎল্লেখ করেন।

আগামীকাল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, যদি দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো হয় বা যেকোনোভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই বিষয়টি মেটার নজরে আনা হবে।

ভারতীয় মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বারবার ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে প্রতিবেদন তৈরির আহ্বান জানাচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের আমন্ত্রণ সবার জন্য...এখানে আসুন এবং মাঠপর্যায় থেকে রিপোর্ট তৈরি করুন।’



আপনার মূল্যবান মতামত দিন: