odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ওবায়দুল কাদের দেশে আছে সরকার জানত না, জানলে গ্রেফতার করা হতো : স্বরাষ্ট্র উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৪ ২৩:৪৮

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৪ ২৩:৪৮

সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার অবগত ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না। জানলে তাকে গ্রেফতার করা হতো।’

আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরোদমে কাজ শুরু করতে সময় লাগবে। পুলিশের যারা পালিয়ে আছেন তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারপোলকে আবারও সহায়তার কথা জানানো হয়েছে। এর আগে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিশেষ প্রেস ব্রিফিংয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে।

তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা বেশি হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: