odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

এপ্রিলে অনুষ্ঠিত হবে বিজিএমইএ’র নির্বাচন

odhikarpatra | প্রকাশিত: ১১ January ২০২৫ ২৩:০৮

odhikarpatra
প্রকাশিত: ১১ January ২০২৫ ২৩:০৮

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে।

বিজিএমইএ’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি দল- সম্মিলিত পরিষদ ও সম্মিলিত ফোরামের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন।

আজ শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ’র কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাবেক সভাপতি আনোয়ার-উল-পারভেজ, সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেল নেতারাসহ বিজিএমইএ’র গঠিত সহায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিএমইএতে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ চলছে। চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে। আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে।

বৈঠকে পোশাক শিল্পের সমসাময়িক বিভিন্ন ইস্যু, বিশেষ করে চলমান জ্বালানি সংকট, ব্যাংক ও এনবিআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং শিল্পের জন্য করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া বৈঠকে উপস্থিত সকলেই পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন



আপনার মূল্যবান মতামত দিন: